প্রকাশিত: Fri, Dec 29, 2023 8:06 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:57 PM

[১]পটুয়াখালী-২ আসনে নৌকায় ভোট চেয়ে ফিরোজের গণসংযোগ

উত্তম কুমার  : [২] বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী সাবেক চীফ  হুইপ আ.স.ম ফিরোজ। 

[৩] বৃহস্পতিবার উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এ নির্বাচনী গণসংযোংগ করেন তিনি।  এর আগে নওমালা ইউনিয়নের নগরের হাট, আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারে গণসংযোগ করেন।  

[৪] নির্বাচনী এ গণসংযোগে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। 

[৫] লিফলেট বিতরণ শেষে বগা বন্দর বটতলায় সংক্ষিপ্ত পথসভায়  উন্নয়নের ধারাবাকিতা বজায় রাখতে নৌকার ভোট দেয়ার  আহ্বান   জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মূলমন্ত্র হলো দেশ ও দেশের মানুষের উন্নয়ন। বিগত দিনে সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। আগামী দিনেও উন্নয়নের ধারাবাকিতা বজায় রাখতে হবে। ৭তারিখ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। 

[৬] এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বগা ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি অ্যাড. মো.  সাহবুদ্দিন, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ।